রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। শনিবার (২০ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
যদিও হাতিরঝিল থানা পুলিশ বলছে, তাদের এলাকার মধ্যে এই মরদেহ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজ ধরে যাওয়ার পথে মরদেহটি ভাসতে দেখেন তারা।
ট্রিপল নাইনে কল দিলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এছাড়া ঘটনাস্থলে এসেছে বাড্ডা থানা পুলিশও। তবে, এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। দু’দিন আগেও হাতিরঝিলে এক যুবকের মরদেহ পাওয়া যায়।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi