রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে যান কনস্টেবল মো. মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের হাতে আসে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমন দৃশ্য।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
সিসি টিভি ফুটেজে দেখা যায়, মমিনুল ইসলাম গোসলের উদ্দেশে ঘাটে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় কথা বলতে বলতে ঘাটের কাছে দুই জনকে আসতে দেখা যায়। তখন তারা মমিনুলের সঙ্গেও কথা বলেন। এরপরপর মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।
এ সময় আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে গোসল করতে নামেন। তিনি সাতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেককে জড়ো হতে দেখা যায়।
জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কালের চিঠি?/ আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi