চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে পড়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। কিশোরটির বয়স আনুমানিক ১৩ বছর। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় থেকে বটতলী রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম পিলখানা জামে মসজিদের কাছে পৌঁছালে কিশোরটি শাটল ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের নিচে পড়ে তার পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, চবির শাটল ট্রেন পিলখানা জামে মসজিদের নিকটে আসলে ওই ছেলে ট্রেনের সামনে পড়ে যায় এবং তার পুরো শরীর দুই ভাগ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তার পুরো শরীর দ্বিখণ্ডিত হয়েছে। শরীর ও চেহারা দেখে আমরা যতটুকু বুঝতে পেরেছি, সে বস্তির কোনো ছেলে হবে। কিন্তু এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) রয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার বলেন, একটি কিশোর শাটলের নিচে পড়ে মারা যাওয়ার ঘটনাটি কিছুক্ষণ আগেই জেনেছি। তার বয়স ১৩ বছরের মতো হবে। রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিবে। এখন বর্তমানে লাশটি চমেকে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi