দেশের সিনেমা হলে চলছে চিত্রনায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা আর নায়ক ব্যস্ত কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটে।
এরই মধ্যে জানা গেল, শাকিব খানের পরবর্তী সিনেমার খবর। তাঁর নতুন সিনেমার নাম ‘জেমস’। এটি নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারী। যিনি এর আগে শাকিব খানকে নিয়ে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছিলেন।
বঙ্গের প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম এন্ট্রি হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির বিষয়টি সবাইকে জানানো হবে। পরিচালক এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। যিনি নায়ক হচ্ছে তাঁর সঙ্গে মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হয়েছে।’
পরিচালক মালেক আফসারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘তিন বছর আগে সিনেমা নির্মাণের কাজ ছেড়ে দিয়েছি। এই সিনেমার বিষয়ে কোনো কিছু জানি না।’
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi