চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এর হারে আরও এক দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকায়, আগামী বছরের ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবে না জাভির দল।
আগামী বছরের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে হলে স্বদেশী ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে হতো বার্সেলোনাকে। তবে সেটা করতে পারেনি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে খেলবে মাদ্রিদের ক্লাবটি। এখনো ইউরোপ থেকে একটি দল জায়গা করে নিতে পারবে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে। বাকি দল হিসেবে জায়গা করে নিতে পারে আর্সেনাল কিংবা সালজবার্গ।
যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ইউরোপের মোট ১২টি ক্লাব। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমসহ শেষ চার মৌসুমের শিরোপাজয়ী দলগুলোর জায়গা আগেই নিশ্চিত হয়েছে
বাকি ৮ দল যাবে র্যাঙ্কিং বিবেচনায়। মঙ্গলবারের (১৬ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর একটি দলের খেলা নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো- বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, ডর্টমুন্ড, বেনফিকা, য়্যুভেন্তাস এবং অ্যাতলেটিকো মাদ্রিদ।
বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলোকে নিয়ে আগামী বছর থেকে প্রথমবারের মতো আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপের। এই আসরে থাকবে পুরো বিশ্ব থেকে মোট ৩২ দল। লিওনেল মেসির ইন্টার মায়ামি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরও থাকবে এই আসরে।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi