আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের স্মার্টফোন রপ্তানি ১০ শতাংশ কমেছে। যা চলতি বছরের শুরুতে অ্যাপলের জন্য বড় ধাক্কা। এর ফলে প্রতিষ্ঠানটি শীর্ষ ফোন নির্মাতার স্থানও হারিয়েছে। এ স্থান দখলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গবেষণা প্রতিষ্ঠান আইডিসি’র এক প্রতিবেদনে রোববার (১৪ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট ৭.৮ শতাংশ বেড়ে ২৮৯.৪ মিলিয়ন ইউনিটে দাঁড়িয়েছে। যার মধ্যে স্যামসাংয়ের শেয়ার ২০.৮ শতাংশ বেড়েছে। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অ্যাপলকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করে নিয়েছে।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত স্মার্টফোন নির্মাণে শীর্ষ স্থান দখলে ছিল অ্যাপলের। কিন্তু নতুন বছর শুরু হওয়ার পরই এ স্থান দখলে নেয় স্যামসাং। বর্তমানে আইফোনের মার্কেট শেয়ার রয়েছে ১৭.৩ শতাংশ। এদিকে চীনা ব্র্যান্ড হুয়াওয়েরও শেয়ার বেড়েছে। চীনা শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তৃতীয় স্থানে রয়েছে। এর মার্কেট শেয়ার রয়েছে ১৪. ১ শতাংশ।
চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ লঞ্চ করে। এরপর প্রতিষ্ঠানটি ৬০ মিলিয়নের বেশি ফোন শিপমেন্ট করে।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi