সাভারের একটি টেইলার্সে বিস্ফোরণের ঘটনায় আহত দু’জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের সাভারের এনাম মেডিকেল থেকে তাদের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, ইউসুফ নামে একজনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজনের পুড়েছে ৩০ শতাংশ। বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আরও ৩ জন। তাদের এনাম মেডিকেলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে, সোমবার রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে টেইলার্সের চাল উড়ে যায়। ভেঙ্গে যায় থাই গ্লাসের কাঁচ। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসি থেকেই এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi