চোট থেকে ফিরে কিছুতেই নিজের পুরনো ছন্দ খুঁজে পাচ্ছেন না ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছন্নছাড়া এই অলরাউন্ডার। এমন বাজে ফর্মের কারণে বিশ্বকাপ দলে পান্ডিয়ার জায়গা দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার হার্সা
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে হার্শা ভোগলে বলেন, ‘হার্দিক পান্ডিয়া যদি বোলিং না করেন তবে তিনি কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাবেন? যদি তিনি বোলিং না করেন, তাহলে তিনি কি ভারতের সেরা ৬ ব্যাটসম্যানদের একজন? আমি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই, কারণ সে যদি বোলিং না করে তাহলে তাকে আরও উপরের দিকে ব্যাট করতে হবে। যেটা খুব একটা সম্ভব নয়, কারণ সেখানে প্রতিযোগিতা আরও বেশি।’
এদিকে, চোট গোপন করে খেলছেন পান্ডিয়া, এমন অভিযোগ তুলেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুল। ক্রিকবাজকে ডুল বলেছেন, ‘তুমি প্রথম ম্যাচে শুরুতেই বল করলে, এরপর হঠাৎ তোমার প্রয়োজন ফুরিয়ে গেল। আমি আপনাদের বলছি, কোনো না কোনো গড়বড় আছে। আমার মনে হয়, ও চোটে পড়েছে; কিন্তু স্বীকার করছে না। কথাটা আমি দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পায় পান্ডিয়া। এরপর প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে ফের মাঠে ফিরেছেন এই ডানহাতি অলরাউন্ডার
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi