কি ধরণের অস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান সেই তালিকা প্রকাশ করেছে তেল আবিব। বিবৃতিতে আইডিএফ জানায়, যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তাদের বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। খবর সিএনএন’র।
ধ্বংস হওয়া এসব অস্ত্রের মধ্যে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ১২০টি। অন্যদিকে ৩০টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ড্রোন ছিলো ১৭০ টি।
এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কোনো কোনোটিতে ২০ কেজি পর্যন্ত বিস্ফোরক ছিলো বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। দূরপাল্লার এসব ড্রোন এবং মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi