গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের বড় তিন সন্তান -লুইস, ভিভিয়েন ও আইভি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, আশার খবর হলো খুব বেশি আঘাত পাননি কেইনের সন্তানরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুসারে, গত সোমবার বিকেল পাঁচটার কিছু পরে মিউনিখের কাছাকাছি দুর্ঘটনায় পড়ে কেইনের সন্তানদের বহনকারী গাড়ি। একটি কালো ভ্যানে ভ্রমণ করছিল ইংলিশ তারকার সন্তানরা।
সেখানকার স্থানীয় স্বেচ্ছাসেবক দমকল প্রধান বিবিসিকে বলেছেন যে কেইনের সন্তানরা সবাই খুব ভাগ্যবান। কেউ গুরুতর আহত হয়নি। কেবল মাত্র রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে, গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সঙ্গে ম্যাচ ছিল বায়ার্নের। ২-২ গোলে ড্র হওয়ার ম্যাচটির দিনই কেইন যখন খেলতে লন্ডনে যাচ্ছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় দুই গাড়িতে মোট নয়জন সদস্য ছিল। সবাই সামান্য আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi