গরম আরও বাড়িয়ে বিদায় নেবে চৈত্র মাস, যার রেশ থাকবে বাংলা নতুন বছরের শুরুতেও- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিদায়ী বছরের শেষ আর নতুন বছরের শুরুতে গরমের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘দিনের তাপমাত্রা একটু বাড়তে পারে। রাজশাহী, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার তাপমাত্রা বেশি থাকবে।’
আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস।
বান্দরবান ছাড়াও ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবারও এ পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি, দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ
আগামী পাঁচদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দেশের পূর্বাংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এর মধ্যে বৈশাখ প্রথম দিনটিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi