রাজধানীর ভাষানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) ভোর রাত চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নং এল পশ্চিম ভাষানটেকের ২য় তলা নিচ তলার একটি রুমে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় ভোট পৌনে পাঁচটার দিকে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
দগ্ধরা হলেন, শাশুড়ি মেহেরুন্নেছা(৮০), পুত্রবধূ সূর্য বানু(৩০), তার সন্তান সুজন(৮), লামিয়া (৭), লিজা(১৮) এবং তাদের বাবা মোঃ লিটন(৫২)।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi