যশোরে ভুল ট্রেনে উঠার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম জাবেদ আলী(৫৫)।
বুধবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে যশোর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাবেদ কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, জাবেদ কুষ্টিয়ায় যাওয়ার জন্যে মহানন্দা এক্সপ্রেসে চড়তে চেয়েছিলেন। এর আগে বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসে। দ্রুত এসে তিনি ভুল ট্রেনে চড়ে বসেন। উঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়ে দিয়েছে। পরে চলন্ত ট্রেন থেকে রেলগেট এলাকায় নামার জন্যে লাফ দেন তিনি। এসময় পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যান তিনি। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র পেয়ে নিহতকে শনাক্ত করে রেল পুলিশ।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিতোষ বিশ্বাস জানিয়েছেন, ভুল ট্রেনে চড়ার পর তিনি নামার চেষ্টা করছিলেন। এসময় কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে তার মরদেহ রেল পুলি হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
কালের চিঠি/ আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi