পাকিস্তানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
মাওলানা আব্দুল খাবির আজাদের সভাপতিত্বে ইসলামাবাদে কেন্দ্রীয় ‘রুয়েত-ই-হিলাল’ কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয় বলে জানানো হয়। বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি পাকিস্তান আবহাওয়া অধিদফতর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাওলানা আজাদ বলেন, দেশের অধিকাংশ এলাকা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। তাই আগামীকাল বুধবার পাকিস্তানে ঈদ উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার ৩০ রমজান পালন করা হবে। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
অপরদিকে, গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এসব অঞ্চলে রমজান মাস ৩০ দিনে গড়ানো নিশ্চিত হয়। সেই হিসেবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi