সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্বরেকর্ড।
২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০ দিন বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। সোমবার (৮ এপ্রিল) ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ্বরেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।
জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi