ঈদ; যে নামটির সঙ্গে মিশে আছে উৎসব-আনন্দ। ঈদ মানেই স্বজন-বন্ধুর সঙ্গে খুশির মুহূর্ত ভাগাভাগি। যুগ যুগ ধরেই মুসলিম উম্মাহ নানা ধর্মীয় রীতি মেনে পালন করে আসছে উৎসবের এই দিনটি।
সাধারণত মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তিন দিন ধরে উদযাপন করা হয় ঈদ।
মুসলমানরা দিনটি উদযাপন শুরু করে ঈদের নামাজের মধ্য দিয়ে। যেটি সাধারণত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের আগে অনেকে হালকা মিষ্টান্ন খেয়ে থাকেন।
দেশে দেশে ঈদের দিন আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরে সময় কাটানোর রেওয়াজ আছে। যেখানেও ফুটে ওঠে উৎসবের এক বর্ণিল চিত্র।
ঈদের দিন বিভিন্ন দেশের রেওয়াজ অনুযায়ী খাবার রান্না হয় প্রতি বাড়িতে। যেখানে মিষ্টি জাতীয় খাবারে আধিক্য থাকে। অনেকেই সাধারণত ঈদের আগের রাতেই সেসব মুখরোচক খাবার রান্না করে থাকেন।
শিশুদের জন্য এই দিনটি যেন আরও বেশি আনন্দের। নতুন জামা-জুতো পরে সবাই মিলে আনন্দ-ফূর্তিতে মেতে ওঠা প্রায় প্রতি দেশেরই চিত্র।
অনেকের প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই অনেকে এই দিনে কবর জিয়ারত করেন। অনেক দেশেই এমন রেওয়াজ চালু আছে।
অনেক নারী এই দিনে হাতে মেহেদি লাগান। নানা ডিজাইন করে ফুটিয়ে তোলেন বিভিন্ন নকশা। মেহেদি দেয়াও পৃথিবীর বিভিন্ন দেশের রেওয়াজে পরিণত হয়েছে।
এছাড়া, ঈদ উপলক্ষে বিভিন্ন শহর সাজে নতুন করে। লাইটিং করা হয়। ঈদ মোবারকের মত নানা বার্তা দেখা যায় শহরের রাস্তায় রাস্তায়।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi