চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখছেন প্রতি ম্যাচেই। তার দখলে রয়েছে পার্পল ক্যাপও। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি আইপিএলে মুস্তাফিজ ডেথ ওভারে সকলের চেয়ে সেরা পারফর্ম করেছেন।
আইপিএলে খেলে থাকেন সারা বিশ্বের সব সেরা বোলাররা। তবে সবাইকে পেছনে ফেলে আপাতত পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন মুস্তাফিজ। শুধু উইকেট নিয়েই দলকে সাহায্য করছেন না দ্য ফিজ, ডেথ ওভারে দারুণ বোলিং করে দলের জয়ে বিরাট ভূমিকা রাখছেন।
এবারের আইপিএলে মুস্তাফিজ ৪ ম্যাচ খেলেছেন। আর সব ম্যাচেই ডেথ ওভারে বোলিং করেছেন টাইগার এই পেসার। নিজের শেষ ম্যাচে ডেথ ওভারে বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।
এছাড়াও, এখন পর্যন্ত ডেথ ওভারে বোলিং করে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন বাঁহাতি এই পেসার। চার ম্যাচ খেলে ২৩টি ডট বল দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নাভিন উল হক। তিনি ১৫টি ডট বল দিয়েছেন ডেথ ওভারে বোলিং করে।
অন্যদিকে ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেটও মুস্তাফিজের। চার উইকেট শিকার করে এখানেও সেরা টাইগার পেসার। মুস্তাফিজের সাথে যৌথভাবে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজি ও ভারতের মোহিত শর্মা।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi