বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বাস্ট হয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ফলেছা বেগম (৫০) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় সৃষ্ট আগুন থেকে চারটি ঘর ভস্মীভূত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে। বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। দগ্ধ ফলেছা বেগম ওই এলাকার মৃত আজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিকট শব্দে ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বাস্ট হয়ে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতবাড়ির ৪টি ঘড় ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুন: ‘একটা জেলখানার মতো জায়গা, ২টা মানুষ যে এক্সিট হবে হেরও পথ রাখে নাই’ (ভিডিও)
পরে আগুনে দগ্ধ ফলেছা বেগমকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই বৃদ্ধা সেখানেই চিকিৎসাধীন।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi