টঙ্গীতে একটি গার্মেন্টসে এসির গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পারভেজ (৩০), রবিন (২৮) ও রুবেল (৩৫)।
জানা যায়, সোমবার রাত আটটার দিকে গার্মেন্টসের এসিতে গ্যাস ভরার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কম্প্রেসারের গরম তেলে দগ্ধ হন ৩ জন এসির গ্যাস রিফিল করার মিস্ত্রি। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধদের সকলেই উত্তরার দক্ষিণখান এলাকায় ভাড়া থাকতেন।
আরও জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কালের চিঠি/শর্মিলী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi