কুষ্টিয়ার খোকসায় খেলাধূলা করতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (০১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো - কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের মেয়ে জান্নাতী খাতুন। তার বয়স আড়াই বছর। রতন হোসেনের মেয়ে মুসলিমা খাতুুন। তার বয়স সাড়ে তিন বছর। সম্পর্কে তারা একে অপরের চাচাতো বোন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলাধূলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। মৃত্যুর খবর শুনে সবাই যেন বাক্রুদ্ধ। তাদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারি-কান্নায় ভারী হয়ে উঠেছে। নিহত শিশু দুটির মা-বাবার কান্না কিছুতেই থামছে না।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বাড়ির আশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন সম্পন্ন হবে।
কালের চিঠি/শর্মিলী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi