রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম
দায়িত্বহীনতার কারণে পাবনার ঈশ্বরদীতে দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
বুধবার সকালে তার নিজ এলাকা রাজবাড়ীর পাংশার জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম আরো বলেন, একজন লোকোমাস্টার ক্লিয়ারেন্স ছাড়া ট্রেন ছাড়বে- এটা কখনো আশা করা যায় না। এটা তার দায়িত্বহীনতার পরিচয়। তবে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তা না হলে রেলের দুর্ঘটনা রোধ করা কঠিন হবে।
তিনি আরো বলেন, পাবনার ঈশ্বরদীর ঘটনায় ইতিমধ্যে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রির্পোট পাওয়া যাবে।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi