টানা পাঁচ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। গাজায় ২০ লাখ অধিবাসীর সবাই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মঙ্গলবার (১৯ মার্চ) ফিলিপাইনে রাষ্ট্রীয় সফরকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
গাজা পরিস্থিতি নিয়ে বিবিসির এক প্রশ্নের জাবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ প্রথম পুরো জনগোষ্ঠী এভাবে শ্রেণিবদ্ধ হয়েছে। এছাড়াও ব্লিঙ্কেন ইসরাইলকে গাজায় খাদ্য সহায়তা দেয়ার আহ্বান জানান।
ব্লিঙ্কেন আরও বলেন, জাতিসংঘের মতে, গাজার ১০০ শতাংশ অধিবাসীর মানবিক সহায়তা প্রয়োজন। সুদানের সঙ্গে তুলনা করে দেখলে সেখানে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশের মানবিক সহায়তার প্রয়োজন। আফগানিস্তানে প্রায় ৭০ শতাংশ। এ থেকেই বোঝা যায় গাজায় ত্রাণ সরবরাহের অগ্রাধিকার দেয়া কতটা জরুরি।
তিনি আবারও হামাসকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানান। তবে, তিনি এ-ও বলেন, যাদের মানবিক সহায়তা জরুরি, তাদের অগ্রাধিকার দেয়া ইসরাইলের দায়িত্ব।
কালের চিঠি/শর্মিলী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi