আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইসরায়েলের রাজধানী। জিম্মি মুক্তির দাবিতে শনিবার (১৬ মার্চ) তেল আবিবের রাজপথে নামে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিশাল র্যালিতে অংশ নেন বন্দিদের আত্মীয় ও বন্ধুরা। হামাসের সাথে চুক্তির মাধ্যমে আটকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। একই দিন রাজধানীর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বহু মানুষ।
এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানান তারা। জিম্মি উদ্ধারে সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। দেয়া হয় অগ্নিসংযোগও।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। এর আগে, গত ৭ অক্টোবর, ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে আড়াই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। গেলো নভেম্বরে, কয়েক দফায় মুক্তি পায় ১২০ জিম্মি
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi