সরকারের পরিবর্তন চাইলে আর একটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। এমন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, বৈশ্বিক টালমাটাল অবস্থায় দ্রব্য মূল্য বৃদ্ধির কারণ। পরিবহনের চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব না।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা সন্নিকটে ভেবে বিএনপি কর্মীদের মাঠে নামিয়েছিল। কিন্তু তারা এখন আন্দোলনের সক্ষমতা হারিয়েছে। আওয়ামী লীগ ব্যর্থও না জিম্মিও না।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi