৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে সয়াবিন কেনা হবে। একইসঙ্গে ১০৪ টাকা ৯০ পয়সা কেজি দরে ছয় হাজার টন মসুর ডালও কিনবে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।
অপর এক প্রস্তাবের আলোকে প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে আট হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেয় এ মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম আমদানি কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি।
কালের চিঠি / ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi