বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।

এর আগে নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ব্যাক্তিগত ৩ রান করে সৌম্য ও তাওহিদ হৃদয় উভয়েই আঊট হলে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে নিয়ে ৬২ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে চাপমুক্ত করেন শান্ত। মাহমুদউল্লাহ আউট হলে মুশফিকের সাথে জুটি বাঁধেন তিনি।

১০৮ বলে সেঞ্চুরিতে পৌঁছাতে শান্তর ব্যাট থেকে আসে ১১টি চার ও ১টি ছয়।

কালের চিঠি / আলিফ

Tag :

ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন শান্ত

Update Time : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।

এর আগে নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ব্যাক্তিগত ৩ রান করে সৌম্য ও তাওহিদ হৃদয় উভয়েই আঊট হলে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে নিয়ে ৬২ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে চাপমুক্ত করেন শান্ত। মাহমুদউল্লাহ আউট হলে মুশফিকের সাথে জুটি বাঁধেন তিনি।

১০৮ বলে সেঞ্চুরিতে পৌঁছাতে শান্তর ব্যাট থেকে আসে ১১টি চার ও ১টি ছয়।

কালের চিঠি / আলিফ