এডেন উপসাগরে আবারও হুতি হামলার শিকার হয়েছে একটি কার্গো জাহাজ। প্রাণ গেছে কমপক্ষে তিন জনের। আহত আরও চারজন। বুধবার (৬ মার্চ) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনের এডেন শহর থেকে দক্ষিণ-পশ্চিমে, সাগরের ৫০ নটিক্যাল মাইল দূরে মিসাইল আঘাত করে বার্বাডোজের পতাকাবাহী ‘ট্রু কনফিডেন্স’-এ। হামলার পর আগুন ধরে যায় এতে।
ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, সৌদি আরবের দিকে যাচ্ছিলো নৌযানটি। আগে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন থাকলেও বর্তমানে গ্রিসের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে জাহাজটি। বিবৃতিতে হুতি গোষ্ঠী জানায়, তাদের সতর্কবার্তা অগ্রাহ্য করেছিলেন নাবিকরা। হামলার জেরে হুতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi