রাজধানীতে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু
রাজধানীর কদমতলী এলাকায় পলাশপুর আইডিয়াল স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়ান বাদশা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিয়ানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে বুধবার (৬ মার্চ) বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল ১০টার দিকে সে স্কুলে পতাকা উত্তোলন করতে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানা গেছে।
রিয়ান ময়মনসিংহয়ের ত্রিশাল উপজেলার বনগ্রাম গ্রামের ফারুক হোসেন ছেলে। বর্তমানে তারা শনির আখড়া পলাশপুর ৫ নম্বর রোড এলাকায় থাকেন।
শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা বুলবুল হোসেন জানান, রিয়ান পলাশপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সকালে স্কুলের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পরে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কালের চিঠি/শর্মিলী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi