গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল ভিলেজ বইমেলায় অনুপ্রাণিত হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা গ্রন্থাগার বই মেলা।
গাইবান্ধা বেসরকারি গ্রন্থাগার পরিষদের আয়োজনে আগামী ১ লা মার্চ থেকে ৩ রা মার্চ পর্যন্ত তিন দিন ব্যাপী পলাশবাড়ী উপজেলার মাঠের হাট বাজারে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার পাঠাগার গুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই মেলা।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মেলায় মোট ২৪ টি স্টল বরাদ্দ রাখা হয়েছে হয়েছে। ইতিমধ্যে মেলার সব কয়টি স্টল সাজানোর কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে বই মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বই প্রেমী পাঠক ,লেখক ও পাঠাগারের উদ্যোক্তাদাদের মাঝে ।
মেলায় অংশ নেওয়া বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, একসময় বইমেলা শুধু ঢাকা কেন্দ্রিক ছিল যেখানে দেশ সেরা লেখক ও প্রকাশকদের ছাপানো বই বিক্রির পাশাপাশি বই প্রেমী মানুষদের মিলনমেলার বড় আয়োজন ছিল। গাইবান্ধার মতো মফস্বল এলাকায় বই মেলা এবারই প্রথম নয় এর আগেও তুলশীঘাটে গ্লোবাল ভিলেজ বইমেলা আয়োজন করা হয়েছিলো সেখানে লেখক ও পাঠকদের মাঝে ব্যপক সাড়া পাওয়া যায়। সেই অনুপ্রেরণা থেকেই এবছর মাঠের হাটে আয়োজন করা হয়েছে গাইবান্ধা গ্রন্থাগার মেলা আশা করছি এমন আয়োজন জ্ঞানপিপাসু মানুষদের বইয়ের প্রতি মাসে আগ্রহ বাড়িয়ে মানুষকে বই মুখী করবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi