বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১ টাকা দিয়ে গণভবন কিনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তিনি নিজের চেহারা ও গায়ের রঙ নিয়ে হীনমন্যতায় ভুগছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্র ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই। তিনি দলের জড় পদার্থে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi