চট্টগ্রামে সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লাকে ১২ রানে হারিয়েছে সিলেট। ১৭৮ রান তাড়ায় নেমে এদিন নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৮ বলে ৮৫ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন লিটন। সিলেটের পক্ষে ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর পাঁচ ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও শেষদিকে দ্যুতি ছড়াচ্ছে লিটন দাসের ব্যাট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিফটি হাঁকানোর এক ম্যাচ পরই খেলেছেন টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। কিন্তু তারপরও ছিটকে পড়া সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi