গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে।
আগামী সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মোহাম্মদ আলী মাজহার এবং বিচারপতি মোশারাত হিলালি।
পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন-ইসিপি এবং ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে।
আলী খান নামে এক নাগরিক ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
“নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে” বিচার বিভাগের তত্ত্বাবধানে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন তিনি। এছাড়া, এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের উপর স্থগিতাদেশ চেয়েছেন আলী খান।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসন, নওয়াজ শরীফের মুসলিম লীগ ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসন লাভ করে।
পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi