রুশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক এবং দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে বন্দি অবস্থায় তার আকস্মিক মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা
কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার স্টেট মিডিয়া এ তথ্য জানিয়েছে। ৪৭ বছর বয়সী নাভালনি আর্কটিক সার্কেল থেকে ৪০ কিলোমিটার দূরের একটি নির্জন কারাগারে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নাভালনির মৃত্যুর খবর জানানো হয়েছে।
গত ডিসেম্বরে হঠাৎ করে কারাগার থেকে তিনি নিখোঁজ হন। প্রায় ছয় সপ্তাহ তার কোনো খোঁজ-খবর ছিল না। এরপর গত জানুয়ারি ভিডিওর মাধ্যমে আদালতে উপস্থিত হয়েছিলেন নাভালনি। তখন তার মাথামুণ্ডন করা অবস্থায় ছিল।
গতবছরের শেষ দিকে রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল ইয়ামালো-নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে নিয়ে যাওয়া হয়েছিল নাভালনিকে। এই কারাগারকে সবচেয়ে কঠোর জেলগুলোর একটি বলেই গণ্য করা হয়।
উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত বছর আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi