ক্ষমতাসীনদের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নিপীড়ন নেমে আসছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সমসাময়িক ইস্যুতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর এক যুগ পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় নিন্দা জানিয়েছেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি এ হত্যাকাণ্ডের বিচার করবে বলেও জানান তিনি।
এক যুগেও সাগর-রুনির হত্যার তদন্ত ও বিচার না হওয়ার নিন্দা জানিয়ে তিনি খুনিদের গ্রেপ্তার দাবি করেন।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। গত ১৫ বছরে ৪ হাজার সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মাধ্যে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
কালের চিঠি / আশিকুর।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi