ভালো ছবি বাছাইয়ে গুগল ফটোজের নতুন ফিচার ।
কোন ছবিটি ভালো হয়েছে তা বাছাই করতে এখন আর সময় ব্যয় করতে হবে না। ভালো ছবি বাছাই করতে এবার গুগল ফটোজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। ‘ফটো স্ট্যাকস’ নামে এই ফিচার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখবে।
এই ফিচারটির মাধ্যমে একই ধরনের ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবি চিহ্নিত করে দেবে ফটো স্ট্যাকস। আর সবচেয়ে ভালো ছবিটি দিয়ে গ্রুপটির কভার ছবি তৈরি করবে। এছাড়া এআইভিত্তিক ফিচারটি এলোমেলোভাবে থাকা ছবিগুলো গুছিয়ে রাখতে বিষয়ভিত্তিক গ্রুপ ও ছোট ছোট অ্যালবাম তৈরি করে দেবে।
তবে গ্রাহকেরা চাইলে কভার ছবিটি পরিবর্তন করতে পারবেন কিংবা ফিচারটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন। স্ক্রিনের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন থেকে ফিচারটি বন্ধ করা যাবে।
শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গত বছরে ফিচারটি উন্মোচন করা হয়েছিল। এখন সব অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হবে। তবে ফিচারটি অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে চালু হতে আরও কিছু সপ্তাহ বা মাস লাগতে পারে।
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi