ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলারের নিকটবর্তী পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দুই দেশের মধ্যে মধ্যে বৈঠক হলেও বাংলাদেশি নাগরিকদের মুক্তি মেলেনি।
স্থানীয়রা জানায়, পূর্ব ছাগলনাইয়া এলাকার এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে শুনে সোমবার রাতে স্থানীয়রা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। বিএসএফ তখন হঠাৎ বাংলাদেশিদের ধাওয়া শুরু করে। এক পর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।
আটককৃতরা হচ্ছেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটকদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।
ফেনীর-৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বাংলাদেশিদের আটকের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ দাবি করে, চোরাকারবারের অভিযোগে ওই ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের তালিকা বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আমাদের হাতে এসেছে। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi