প্রথমে বাংলাদেশ। এরপর ভারত। এখন ইরান জয় করতে দেশটিতে গিয়েছেন দেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান। ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ অংশ নিয়েছে জয়ার অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। সোমবার (৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভক্তদের উদ্দেশে ছবি শেয়ার করেছেন তিনি।
জানুয়ারির প্রথম দিনে, তেহরানে শুরু হয় ‘৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এর উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবটি চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় ভাগ নিয়েছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ও জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ইরানি পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। দেখে মনে হবার উপায় নেই তিনি একজন বাংলাদেশি। বরং, তাকে দেখে ইরানি নারীই মনে হচ্ছে ভক্তদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে একজন নারী ভক্ত মজা করে লিখেছেন, আর কত রূপে আপনাকে দেখবো! অন্যদিকে, আরেকজন ভক্ত লিখেছেন, মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi