গাইবান্ধায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোসলেম প্রমানিক (৩৯) পাবনা জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকসেদ প্রমানিকের ছেলে। জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেনের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
কেএম আজমিরুজ্জামান বলেন, মোসলেম প্রমানিক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কালের চিঠি / আলিফ