
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. ইফসুফ আলী জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার আলু আমদানির সিদ্ধান্ত নেয়। ওই দিন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা অনুমতির জন্য ঢাকার খামারবাড়ীতে আবেদন করেন। গত বৃহস্পতিবার বিকেলে হিলি বন্দরের মোট ৪৯ জন আমদানিকারক ৩৪ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পান। ফলে, আজ থেকে ভারতের আলু আমদানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, এখন আলুর ভরা মৌসুম। তারপরও দাম বাড়চে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা। সামনে রোজায় বাজার স্বাভাবিক রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ আমদানি শুরু হয়। এরপরই কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা। হিলিতে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্র জানায়, গত বছরও দেশের বাজারে সংকটের অজুহাতে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ৩০ অক্টোবর ভারত থেকে আলু আমদানি করার অনুমতি দেয়। এরপর আমদানি করা আলু বাজারে এলে দাম কমে যায়। তখন সরকার ১৫ ডিসেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রাখে।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi