রিদম অফ গ্লোবাল ভিলেজ কর্তৃক আয়োজিত গাইবান্ধা জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নতুন কারিকুলামের উপর এক দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ।

০৩ ফেব্রুয়ারি শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে গ্লোবাল ভিলেজ কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ৯ টি স্কুলের ২২ জন শিক্ষক - শিক্ষিকা নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ মোঃ আবু আউয়াল রিজু ও উপজেলা একাডেমিক সুপারভাইজার হুমায়ূন কবীর।
প্রশিক্ষণের আয়োজক সংগঠনের সূত্রে জানা যায়, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পাঠ্যপুস্তক বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে নতুন এই কারিকুলামের উপর সরকারি কিংবা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের কোন সুযোগ থাকছে না । এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জনসেবামূলক কাজে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠন রিদম অফ গ্লোবাল ভিলেজ।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi