ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, কানেকটিভিটি উন্নয়নে ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে।
রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
প্রণয় কুমার, ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন কোনো প্রকল্প নেয়া হলে সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।
প্রণয় ভার্মা বলেন, বন্ধুপ্রতিম দুদেশের কানেকটিভিটি উন্নয়নে ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে।
কালের চিঠি/শর্মিলী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi