রূপান্তরকামী পুরুষ হতে গিয়ে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলেন এক নারী। কিন্তু এরপরই জানতে পারেন, তিনি পাঁচ মাসের গর্ভবতী।
এমনই এক ঘটনা ঘটেছে ইতালিতে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের একটি হাসপাতালে মার্কো নামের ওই নারীর জরায়ুর অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা জানতে পারেন যে তিনি গর্ভবতী।
স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়, মারকো ওই শিশুর জন্মদাত্রী হিসেবে পরিচিত হবেন। আর ওই শিশুর বাবা হিসেবেও তার নাম থাকবে। ধারণা করা হচ্ছে, ইতালিতে এ ধরনের ঘটনা এটি প্রথম।
তবে এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক জিউলিয়া সেনোফন্টে সতর্ক করেছেন, ওই নারীর মধ্যে থাকা ভ্রূণ ঝুঁকিতে থাকতে পারে। এজন্য তার হরমোন থেরাপি স্থগিত করা উচিত।
তিনি জানান, যদি থেরাপি বন্ধ করা না হয়, তাহলে এর পরিণতি খারাপ হতে পারে। হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভনিরোধক হিসেবে কাজ করে না।
যেসব রূপান্তরকামী পুরুষের সন্তান আছে তাদের ‘সিহর্স ড্যাড’ বলা হয়। মূলত পুরুষ সিহর্সরাই বাচ্চার জন্ম দেয়। সেখান থেকেই সিহর্স ড্যাড নামের শব্দটির উৎপত্তি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi