বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন আগামী ৫ বছর সহযোগিতা আরও বাড়াবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ।
এসময় আসাদুজ্জামান খানকে চীনের পক্ষ থেকে ‘গ্রেট ওয়াল কমেমোরেটিভ’ পদক তুলে দেন রাষ্ট্রদূত।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi