মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ডভ্যান ও পিকআপসহ ডুবে গেছে রজনীগন্ধা ফেরিটি উদ্ধারে ইতোমধ্যে পৌঁছেছে উদ্ধারকারী দুটি জাহাজ– ‘হামজা’ ও ‘রুস্তম।
দৌলতদিয়া থেকে ঘটনাস্থলের দিকে প্রথমে রওনা দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। পরে মাওয়া ঘাট থেকে রওনা দেয় বিআইডব্লিউটির আরেকটি উদ্ধারকারী জাহাজ রুস্তম।
বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় ৮টা ২৩ মিনিটে এই ঘটনা ঘটে। রজনীগন্ধা ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফেরির ‘সেকেন্ড ড্রাইভার’ হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi