এবার ভারতের পর আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক নৌপথে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র। খবর জিও নিউজের।
বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিতে এখন থেকে আমাদের নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত টহল দেবে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের সামুদ্রিক শান্তি ও শৃঙ্খলা নিশ্চিতে বেশ সচেতন।’
সম্প্রতি আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে ওই জাহাজ থেকে ২১ নাবিককে উদ্ধারের কথা জানায় ভারতীয় নৌবাহিনী। এই ঘটনার দুদিনের মাথায় পাকিস্তান আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল।
এর আগে, গত ২৫ ডিসেম্বর আরব সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এসব হামলার মধ্যে ভারতীয় উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাও রয়েছে। ওই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi