বাংলাদেশে ব্যর্থ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দমনমূলক পররাষ্ট্রনীতি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এসব কথা বলা হয়েছে।
আগামী রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশব্যাপী চলছে ভোটের আমেজ। শেষ মূর্হুতের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
বাংলাদেশের এই নির্বাচন নিয়ে বুধবার (৩ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার জন্য প্রস্তুত শেখ হাসিনার দল আওয়ামী লীগ । বর্তমান বিশ্বে যেকোনো নারী নেত্রীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তিনি ।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা পালন করেছে । তিনি বাংলাদেশকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছেন, এমন অর্জন যা অনেক উন্নয়নশীল দেশের নেতারা দাবি করতে পারেন না।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi