জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় জোড়া বিস্ফোরণের ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। চার বছর আগে যুক্তরাষ্ট্রের চালানো এক হামলায় তিনি নিহত হয়েছিলেন।
বুধবার (৩ জানুয়ারি) গুতেরেসের মুখপাত্র গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ মহাসচিব ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেরমান নগরীতে এক স্মরণ সভা অনুষ্ঠানে আজকের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেখানে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।’
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi