সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় নিয়ে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার পাঠকরে সাংবাদিকদের শুনান। ইশতেহারে তিনি গত পাঁচ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বর্ননা করেন। গত নির্বাচনে তিনি করোনাকালিন সময়ের জন্য যেসব প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে পারেন নাই, তা বাস্তবায়ন করার প্রতিশ্রতি দেন। পাশাপাশি আগামিতে এমপি নির্বাচিত হলে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা, চরের শিক্ষার মান উন্নয়ন, কাঁচা রাস্তা পাকা, বেসরকারি হাসপাতাল চালু করার প্রতিশ্রæতি দেন। এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মতিয়ার রহমান পাটোয়ারী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi